এবার তিস্তা চুক্তি করতে হবে: খন্দকার মোশাররফ হোসেন

ভারতের প্রধানমন্ত্রীর আগামী সফরে তিস্তা চুক্তি স্বাক্ষরের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।
"অতীতে যতবার ভারতের কোন প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন, এ সরকারের পক্ষ থেকে বলে হয়েছে এবার এজেন্ডায় তিস্তা চুক্তি নেই, আগামীতে এই চুক্তি করা হবে এবং এটা না ওটা ইত্যাদি। কিন্তু এবার সফরের আগেই সরকারের এক মন্ত্রী বলছেন -তিস্তার চুক্তি নাকি অনেক আগেই পাতায় পাতায় সই হয়ে আছে,"
"যদি সই হয়ে থাকে জনগণের কাছে এ চুক্তি প্রকাশ না করা দুরভিসন্ধিমূলক। অবিলম্বে তা জনগনকে জানানো হোক, আর যদি না করে থাকেন তাহলে এবার সফরে তিস্তা চুক্তি করতে হবে,"
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সামাদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদ সাংস্কৃতিক দল আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 'স্বাধীনতার ৫০ বছর প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, "গত বছরের এসময়ে করোনার কারণে ভারতের প্রধানমন্ত্রী আসেননি, এবার করোনার প্রকোপ কিন্ত আরও বেশি, কিন্তু তারপরও তিনি যে আসার জন্য দুঃসাহস দেখিয়েছেন তার জন্য আমরা ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই,"
"আমরা আজকে সংগ্রামে আছি, গণতন্ত্র কে,জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।" বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সিনিয়র সদস্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির হাবিব এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকুমার বড়ুয়া, বিএনপি নেতা নবী উল্লাহ নবী প্রমুখ।