আগামীকাল থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত বাস মালিকদের

গত কয়েকদিনের গণআন্দোলনের মুখে আগামীকাল বুধবার (১ ডিসেম্বর) থেকে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে রাজি হয়েছেন গণপরিবহন মালিকরা।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ আজ এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।
তিনি জানান, হাফ ভাড়া প্রদানের সময় স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এ হাফ ভাড়া কার্যকর থাকবে।
সরকারী ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমী ছুটি এবং অন্যান্য ছুটির সময় এ হাফ ভাড়া কার্যকর হবে না।
এছাড়া এ সিদ্ধান্ত কেবল ঢাকা মেট্রো এলাকায় কার্যকর হবে। কোনোভাবেই ঢাকার বাইরে কার্যকর হবে না বলে সভায় জানানো হয়।
এর আগে এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন পরিবহন মলিকেরা।
গত ১৮ নভেম্বর থেকে গণপরিবহনে ভাড়া অর্ধেক করার দাবিতে রাজধানীতে প্রথমে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এরপর থেকে প্রায় প্রতিদিনই রাজধানীর কোনো না কোনো এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। কয়েকটি স্থানে শিক্ষার্থীরা বাস ভাঙচুর করেছে বলেও জানা গেছে।