Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

গো-কার্ট: দে ছুট! 

গো কার্ট- এর সবচেয়ে সস্তা প্যাকেজ হলো সিঙ্গেল রেস। এর একটি রাইডের জন্য গুনতে হবে ৫০০ টাকা। জানুয়ারির ২১ তারিখে চালু হতে যাচ্ছে গো কার্ট প্রকল্প।
গো-কার্ট: দে ছুট! 

ফিচার

কানিজ সুপ্রিয়া
13 January, 2022, 06:20 pm
Last modified: 13 January, 2022, 06:28 pm

Related News

  • ডানকানের দুই কোম্পানি অধিগ্রহণ করে বীমা ও আর্থিক খাতে প্রবেশ ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠাতাদের 
  • ১৯৫৪ সালে ঝলসে যাওয়া গাড়ির খোলসের দাম নিলামে উঠলো ২ মিলিয়ন ডলার
  • জিপ লাইফ বাংলাদেশ: বুনো শক্তি আর গতি, জিপ গাড়ি মালিকদের ক্লাব
  • ইউনাইটেড গ্রুপে চাকরির সুযোগ

গো-কার্ট: দে ছুট! 

গো কার্ট- এর সবচেয়ে সস্তা প্যাকেজ হলো সিঙ্গেল রেস। এর একটি রাইডের জন্য গুনতে হবে ৫০০ টাকা। জানুয়ারির ২১ তারিখে চালু হতে যাচ্ছে গো কার্ট প্রকল্প।
কানিজ সুপ্রিয়া
13 January, 2022, 06:20 pm
Last modified: 13 January, 2022, 06:28 pm

ঢাকার মধ্যেই গো-কার্ট দৌড়!  এই শহরে বিনোদন বলতে তো কিছু দামি রেস্তোঁরা; ট্যাকে টাকা না থাকলে অনেকের কাছে তাও অধরাই থেকে যায়। এখানে আউটডোর বিনোদন নেই বললে বাড়িয়ে বলা হবে না; আর সবুজের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপারই বটে। তাই কংক্রিটের এই জঙ্গলে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ গো-কার্ট ট্র্যাক আমাদের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আশুলিয়ায় আগে থেকেই একটি আছে বটে, তবে তা শহরের বাইরেই বলা যায়।  ইউনাইটেড গ্রুপ এবার পূর্ব্ ঢাকার মাদানী এভিনিউতে (নতুনবাজার থেকে গেলে বেরাইদের আগেই) গো কার্ট কোর্ট্ সাইড চালু করেছে। মাদানী এভিনিউর 'শেফস টেবিল' তো অনেকেরই পরিচিত, শেফস টেবিলের ধার ঘেঁষেই তৈরি হয়েছে গো কার্ট কোর্ট সাইড।

ছবি: নূর-এ-আলম/টিবিএস
                    

কার্ট লোকে চেনে ছাউনিবিহীন খোলা গাড়ি বলে। গো-কার্টকে বলা যায় নির্দিষ্ট করে দেওয়া মোটর দৌড়ের এলাকা। মজার বা শখের দৌড় এটি। সব ধরনের লোকই এখানে জড়ো হতে পারে, বিশেষ করে যারা রোমাঞ্চপ্রিয়। এ প্রকল্পের পরিকল্পনা ও নকশা করেছে ইউনাইটেড গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান রশিদ বলেন, 'যারা বাক্সবন্দি হয়ে থাকতে চান না তাদের জন্য এ প্রকল্প স্বপ্নের মতোই। হ্যাঁ, এটা একটি বাণিজ্যিক প্রকল্প; আমরা আর্থিকভাবেও সফল হতে চাই। কিন্তু শেষ পর্যন্ত এটা তারও বেশি কিছু। আগামীতে এটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা আছে আমাদের।'    

ইউনাইটেড প্রপার্টি সলিউশনস লিমিটেডের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) শেখ মো. ফারুক হোসেন যোগ করেন, 'ইউনাইটেড গ্রুপ জীবনমান উন্নত করার পক্ষে। তাই মানুষের আনন্দ ও আকাঙ্খার দিকে খেয়াল রাখে।'   

গো কার্ট- এর সবচেয়ে সস্তা প্যাকেজ হলো সিঙ্গেল রেস। এর একটি রাইডের জন্য গুনতে হবে ৫০০ টাকা। একবারের সিঙ্গেল রেসে ট্র্যাকে তিনবার পাক দেওয়া যাবে, তাতে মোট দৈর্ঘ্য দাড়াবে ১.৩ কিলোমিটার। জানুয়ারির ২১ তারিখে চালু হতে যাচ্ছে গো কার্ট প্রকল্প।

লজিস্টিকস, অবস্থান ও প্রতিশ্রুতি     

যদিও গো কার্ট বড়দের খেলা, কিন্তু পরিবারের সবাই এখানে জড়ো হয়ে আনন্দে মেতে উঠতে পারবেন। শিশুদের জন্য যেমন কাছেই থাকছে বাম্পার কার জোন; আবার একটি রেস্টুরেন্টীবং একটি খুচরা দোকানও থাকবে এখানে।  

ফারুক হোসেন বলেন, আমরা জায়গাটিকে সব বয়সীদের জন্য আনন্দের জায়গায় পরিণত করতে চাই। আগামীতে আরো সুযোগ-সুবিধা যোগ হবে। আমরা সব অবকাঠামোর নকশা সতর্কতার সাথে করে থাকি। কর্পোরেট বুকিংয়ের সুবিধা এখানে থাকছে। অনেক লোক একত্র হয়ে এখানে আনন্দময় সময় যেন কাটাতে পারে, সেই মতোই টেকসই অবকাঠামো গড়ে তুলেছি আমরা।'

ছবি: নূর-এ-আলম/টিবিএস

পূর্ব দিকে ঢাকার সম্প্রসারণকে ত্বরান্বিত করবে এ প্রকল্প। ইউনাইটেড গ্রুপ বিশ্বাস করে, পূর্ব্ ঢাকার ইউনাইটেড সিটি দ্রুত দেশের একটি উল্লেখযোগ্য প্রকল্প হয়ে উঠবে।    

আরেকটু বিস্তারিত  

গো-কার্ট প্রকল্পটি গড়ে উঠছে ৪.৭ একর জায়গা জুড়ে। ট্র্যাক সার্কিটটি ৪৬০ মিটারের যা দেশের সবচেয়ে বড় ট্র্যাক। খেলাটিকে আরো উপভোগ্য করে তুলতে নতুন কিছু গেমিফিকেশন মডিউল যোগ হতে যাচ্ছে প্রকল্পে; যেমন- হল অব ফেইম। এতে একটি লিডারবোর্ড থাকবে যেটি টপ রেসারদের তালিকা প্রদর্শন করবে। এখানে প্রতিযোগিতারও আয়োজন হবে এবং কয়েকটি দল একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে।     

১২টি কার্ট নিয়ে শুরু হচ্ছে এ প্রকল্প। ১৫ জনের একটি সাহায্যকারী দল থাকবে রেসারদের সহযোগিতা দেওয়ার জন্য। তার মধ্যে ৩ জন সারাক্ষণ নজর রাখবে এবং বিপজ্জনক পরিস্থিতিতে বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখলেই তারা পতাকা দেখাবে। জরুরী চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিক্যাল সুবিধাও থাকবে।

ছবি: নূর-এ-আলম/টিবিএস

গো কার্ট কোর্ট সাইড রাইডারদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। রাইডে ওঠার আগেই রাইডারকে কয়েকটি নিরাপত্তা ধাপ পার হতে হবে। হেলমেট, রেসিং ট্রাকস্যুট যেমন কর্তৃপক্ষের তরফ থেকেই দেওয়া হবে। নিয়মভঙ্গের জন্য কর্তৃপক্ষ যে কাউকে রেস থেকে বিরত রাখতে পারবে। 

পনের বছরের বেশি বয়সী যে কেউ অংশ নিতে পারবে আর উচ্চতায় হতে হবে কমপক্ষে ৫ ফুট। সিঙ্গেল রেস ছাড়াও রেইস উইদ ফ্রেন্ডস, টিম রেস, কর্পোরেট মেম্বার রেস এবং রেস উইদ ফ্যামিলি প্যাকেজ থাকছে এখানে।  চার ক্যাটাগরিতে (কার্বন, প্লাটিনাম, গোল্ড, সিলভার) বার্ষিক সদস্য কার্ড দেওয়া প্রক্রিয়াধীন আছে। বছরকালীন সদস্যরা রাইডে ও শেফস টেবিলে ছাড় পাবেন।  

Related Topics

টপ নিউজ

গো কার্ট / রেসিং / ইউনাইটেড গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল উত্তরার বিমান বিধ্বস্তের দৃশ্য
  • মাইলস্টোনে আহত ছোট বোনকে একাই ঢাকা মেডিকেলে নিয়ে এল কলেজপড়ুয়া রোহান
  • জামিন দিলে সব টাকা শোধ করে দেব, পালিয়ে যাব না: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম
  • ৬ দফা দাবিতে মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের আন্দোলন
  • মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের উদ্ধার করা সেই শিক্ষক ১০০% দগ্ধ হয়ে মারা গেছেন
  • সাবেক আইজিপি বেনজীরের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে

Related News

  • ডানকানের দুই কোম্পানি অধিগ্রহণ করে বীমা ও আর্থিক খাতে প্রবেশ ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠাতাদের 
  • ১৯৫৪ সালে ঝলসে যাওয়া গাড়ির খোলসের দাম নিলামে উঠলো ২ মিলিয়ন ডলার
  • জিপ লাইফ বাংলাদেশ: বুনো শক্তি আর গতি, জিপ গাড়ি মালিকদের ক্লাব
  • ইউনাইটেড গ্রুপে চাকরির সুযোগ

Most Read

1
বাংলাদেশ

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল উত্তরার বিমান বিধ্বস্তের দৃশ্য

2
বাংলাদেশ

মাইলস্টোনে আহত ছোট বোনকে একাই ঢাকা মেডিকেলে নিয়ে এল কলেজপড়ুয়া রোহান

3
বাংলাদেশ

জামিন দিলে সব টাকা শোধ করে দেব, পালিয়ে যাব না: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম

4
বাংলাদেশ

৬ দফা দাবিতে মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের আন্দোলন

5
বাংলাদেশ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের উদ্ধার করা সেই শিক্ষক ১০০% দগ্ধ হয়ে মারা গেছেন

6
বাংলাদেশ

সাবেক আইজিপি বেনজীরের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab