শত বছরের ব্যস্ততম সদরঘাট
সদরঘাট দেশের অন্যতম ব্যস্ততম এলাকা এবং নদী বন্দর। দেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট ও আরও কয়েকটি এলাকাসহ প্রায় ৪৫ টি রুটে নৌ চলাচল করে এ বন্দর থেকে। প্রতিদিন লাখো মানুষের পদচারণায় মুখরিত থাকে সদরঘাট।
এখানে স্টিমার-লঞ্চ ছাড়াও ডিঙি নৌকাগুলো সদা ব্যস্ত যাত্রী নিয়ে । সব সময় লেগে থাকে যাত্রীসহ বিভিন্ন পেশার মানুষের শোরগোল। সব মিলিয়ে কয়েক'শ বছর ধরেই ব্যস্ত ঢাকার সদরঘাট।
বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই সদরঘাটকে ঘিরে উনিশ শতকে ঢাকার ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদীর পাড়েই বলধা গার্ডেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আহসান মঞ্জিলসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা।
শত বছরের ব্যস্ততম এলাকা এই সদরঘাটের ছবি তুলেছেন ঢাকার ছেলে সাদ আবদুল্লাহ।
