রমনার রাঙা প্রভাত
যতো রাত করেই আমি ঘুমাতে যাই না কেন খুব ভোরেই আমার ঘুম ভাঙ্গে! না আমি ঘড়িতে এলার্ম দিয়ে রাখিনা! রমনা পার্কের পাখির কিচিরমিচির ডাক আর নরম আলো মাখা অনবদ্য সবুজ ভোর আমাকে ডাকে।
প্রাণের রমনার প্রতিটি ভোর আমার কাছে নতুন মনে হয়! প্রতিটি ভোরের বৈশিষ্ট্য ভিন্ন, আলো খেলায় নয়নাভিরাম প্রকৃতির অপার বৈচিত্র।
সকালে রমনার এই অপরুপ দেখতে দেখতে আমার হাত চলে যায় মুঠোফোনে! আমার চোখ চলে যায় মুঠোফোনের মিনি ডিসপ্লেতে।
হাটতে হাটতে রমনার দীঘির শাপলা শালুক আর ডিঙ্গি নৌকার নান্দনিক দৃশ্য আমার মুঠোফোনের গ্যালারিতে জমা হতে থাকে।
হেমন্তের ভোরের প্রথম রোদের রশ্মি যখন বৃক্ষ ভেদ করে পেখম ছড়ানোর মতো 'আলোক ছাঁট' সবুজ ঘাস জমিনে আছড়ে পড়ে! আহ! কি অপরূপ প্রিয় রমনার সেই দৃশ্য আমার মুঠোফোনের ডিসপ্লেতে দেখে নিজেই মুগ্ধ হই যারপরনাই!
আপনি চাইলেই আপনার হাতের মুঠোফোনে ধারণ করতে পারেন প্রতিদিন আপন রুপ বদলানো রমনার শুভ সকালটা।
না! মোবাইল ফটোগ্রফি কঠিন কোন কাজ নয় বা এমন ছবি তুলতে হলে আপনাকে ফটোগ্রাফার হতেই হবে নতুবা আপনি এমন ছবি তুলতে পারবেন না এমনটি সঠিক নয়।
একটা ভালো মোবাইল ফোন ক্যামেরা একটি ভালো ছবি তৈরি করে না, একটি ভালো মন ও সুন্দর চোখই একটি ভালো ছবি তৈরি করে।
আপনিও আপনার চোখে যা ভালো লাগে তুলে ফেলুন আপনার হাতের মুঠোফোনে সেই ভালো লাগার প্রিয় মূহুর্তটি।
দেখবেন সেটিই হবে নান্দনিক মুঠোফোনোগ্রাফি।
