জয়পুরহাটে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৬ জনের মৃত্যু

জয়পুরহাটে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩১জুলাই) জেলার আক্কেলপুর উপজেলার জাফরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় জানান,”সকাল ১০টার দিকে ৬ জন শ্রমিক একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে। সেখানে বিষাক্ত গ্যাসে ৪ জন ঘটনাস্থলেই মারা যায়।”
বাকি দু’জন অজ্ঞান হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।”
গবেষক, প্রকৌশলী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, বদ্ধ ট্যাংকে যে বিষাক্ত গ্যাস জমে থাকে—এ ধারণা না থাকা, ট্যাংকে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতি নিশ্চিত না করে এবং প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা না নিয়ে নামার জন্যই এসব দুর্ঘটনা ঘটে।
বদ্ধ সেপটিক ট্যাংকে হাইড্রোজেন সালফাইট ও সালফার ডাই–অক্সাইড তৈরি হয়। এখানে অ্যামোনিয়াও সৃষ্টি হতে পারে। এসব গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা ঘটে। এসব গ্যাসের উপস্থিতিতে অক্সিজেনের প্রবল ঘাটতি দেখা দেয়। তখন কেউ কোনো সুরক্ষাব্যবস্থা না নিয়ে সেপটিক ট্যাংকে ঢুকলে দম বন্ধ হয়ে মারা যায়।