নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আয়োজন করছে ‘লেটস ক্র্যাক দ্যা ইন্টারভিউ বোর্ড-সিজন ২’

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ভাইবা বোর্ডের জড়তা কাটিয়ে তুলতে এবং সঠিকভাবে সিভি লেখার দক্ষতা অর্জনে সহায়তা করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব আয়োজন করছে 'লেটস ক্র্যাক দ্যা ইন্টারভিউ বোর্ড-সিজন ২'।
এটি একটি প্রতিযোগিতামূলক প্রোগ্রাম। এতে শিক্ষার্থীরা তাদের সিভি সাবমিট করতে পারবেন। পরবর্তীতে বাছাই শেষে শিক্ষার্থীদের ভাইভা বোর্ডের জন্য মনোনীত করা হবে। সর্বোচ্চ প্রতিভাবান অংশগ্রহণকারীদের বাছাই করার জন্য সম্পূর্ণ আয়োজনটিকে তিনটি রাউন্ডে ভাগ করা হয়েছে। বিজয়ীদের জন্য পুরষ্কার হিসেবে থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, ফ্রি কোর্স এবং প্রাইজমানি'র ব্যবস্থা।
পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে 'সিভি রাইটিং' এবং 'হাউ টু ফেইস এ্যান ইন্টারভিউ বোর্ড' শিরোনামে আয়োজিত হবে অনলাইন সেশন। স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানির দক্ষ এইচআর ম্যানেজারদের দ্বারা সেশনগুলো পরিচালিত হবে।
বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা 'লেটস ক্র্যাক দ্যা ইন্টারভিউ বোর্ড-সিজন ২'তে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন ও অফলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। অনলাইনে jkkniucareerclub.com লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।
২০২১ সালে প্রথমবারের মতো 'লেটস ক্র্যাক দ্যা ইন্টারভিউ বোর্ড' আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। সেবছর প্রায় ২০০ জন প্রতিযোগী এতে অংশ নিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এবছর দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে 'লেটস ক্র্যাক দ্যা ইন্টারভিউ বোর্ড-সিজন ২'। প্রোগ্রামটির মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'।