এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে চাকরির সুযোগ

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদগুলো হলো-
১. রেজিস্ট্রার/ স্পেশালিস্ট
২. রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও)
৩. নার্সিং ইনচার্জ
৪. স্টাফ নার্স
৫. টেকনিশিয়ান
যোগ্য প্রার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে ছবিসহ রেজুমে ইমেইল করতে হবে careerctg@evercarebd ঠিকানায়। অথবা হার্ডকপি পাঠাতে হবে 'হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, প্লট- এইচ১, অনন্যা রেসিডেন্সিয়াল এরিয়া, সিডিএ, হাটহাজারী, চট্টগ্রাম' ঠিকানায়।
