নির্ঘুম রাত কেটেছে মুমিনুলের

চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ১৪৭ রান, নিউজিল্যান্ডের লিড মাত্র ১৭ রান। শেষ দিনে ৫ উইকেটে কতো করবে কিউইরা, কতো দাঁড়াবে লক্ষ্য? এমন আরও অনেক প্রশ্ন ভিড় করেছিল বাংলাদেশের ক্রিকেটারদের মনে। প্রথমবারের মতো জয়ের সম্ভাবনা জাগিয়ে ওই রাতে স্থির থাকতে পারছিলেন না কেউ। মুমিনুল হক তো ঘুমাতেই পারেননি।
৮ উইকেটের জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানালেন, কী হবে ভেবে সে রাত নির্ঘুম কেটেছে তার। আবার পরের দিন শব্দ সঙ্কটে পড়ে গেলেন তিনি। জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভাষা খুঁজে পাচ্ছিলেন না মুমিনুল।
বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমি ভাষায় প্রকাশ করতে পারব না, কী অনুভব করছি। এটা এক কথায় অবিশ্বাস্য। সত্যি কথা বলতে, আজ কী হবে, সেটা ভেবে আমি গতকাল রাতে ঘুমোতে পারিনি,। যখনই ৫ উইকেট পড়ে গেল, মনে হয়েছে ওরা কম রানেই অলআউট হয়ে যেতে পারে।'
এ কারণেই জয়, হার বা ড্র নিয়ে কোনো ধরনের চিন্তা করেননি মুমিনুল। তিনি বলেন, 'আমরা ফল নিয়ে কিন্তু চিন্তা করিনি। আমি এখন বললে হয়তো অনেকে বলবে লোকটা পাগল হয়ে গিয়েছে। আমাদের ভেতরে ছিল, প্রক্রিয়া অনুযায়ী যেন খেলতে পারি। যেমন ব্যাটিংয়ের সময় লক্ষ্য ছিল লম্বা সময় ধরে খেলার। বোলিংয়ে একটা জায়গায় বল করা।'
চতুর্থ দিন শেষে ভালো অবস্থানে থাকলেও অতি উত্তেজনায় ভোগেনি দল। মুমিনুলের ভাষায়, 'ইবাদত যখন হঠাৎ করেই উইকেট নিল, তখন মনে হলো এ টেস্ট জেতার জন্য যাচ্ছি। আজ অলআউট হওয়ার পর নিশ্চিত হয়েছি। তবে বাড়তি উত্তেজনা কাজ করছিল না। টিভিতে দেখতে থাকলে দেখবেন, আমরা সবাই শান্ত থাকার চেষ্টা করেছি। বল ধরে ধরে খেলার চেষ্টা করেছি- ব্যাটিং, বোলিংয়ে। ব্যাটিংয়ে শুরুতে চাপে ছিলাম। মুশফিক ভাই ওই দুইটা রান নেওয়ার পরই মনে হয়েছে জিতেছি।'
৫ উইকেটে ১৪৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। এদিন ২২ রান যোগ করতেই শেষ হয় তাদের ইনিংস। ম্যাচসেরা এবাদত হোসেন ও তাসকিন আহমেদের বোলিং তোপে ১৬৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ক্যারিয়ার সেরা বোলিং করা এবাদত ৬টি ও তাসকিন ৩টি উইকেট নেন। মিরাজ নেন একটি উইকেট। ২ উইকেট হারিয়ে ৪০ রানের লক্ষ্য পেরোয় বাংলাদেশ।