ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আনাই মগিনির গোলে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ১-০ গোলের এই জয়ের ফলে টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা জিতেছে বাঘিনীরা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ফাইনালে শুরু থেকেই বলের দখল রেখে খেলে বাংলাদেশ। আক্রমণে আধিপত্য বিস্তার করে অবশেষে ৮১তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পান তারা। ডিবক্সের বাইরে থেকে মগিনির দূরপাল্লার শটই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে বাঘিনীদের।
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা দ্বিতীয় শিরোপা এটি। ২০১৮ সালে প্রথমবার আয়োজিত এই আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে সেবার অনূর্ধ্ব-১৮ বয়সীদের নিয়ে আয়োজিত হয়েছিল আসরটি।
গত ৬ বছরে বয়সভিত্তিক ফুটবলে নিয়মিত দেশকে সাফল্য উপহার দিয়ে আসছেন বাংলাদেশের মেয়েরা। সেই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও দেশকে একটি বড় শিরোপা উপহার দিলেন তারা।