মেসিকে পেতে সাড়ে চার হাজার কোটি টাকার প্রস্তাব আল-হিলালের!

লিওনেল মেসির মন যে পিএসজিতে নেই তা অনেকটাই নিশ্চিত। সামনের মৌসুমে আর্জেন্টাইন জাদুকরকে দেখা যেতে পারে অন্য কোনো ক্লাবে। সেটি কোনটি, তা নিতেই যত ধোঁয়াশা।
মেসিকে পেতে কে না চাইবে! আল-হিলালও সুযোগ নিতেই চাইবে। সৌদি আরবিয়ান ক্লাবটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে মেসির কাছে।
বছরে ৪০০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে মেসিকে নিতে চায় আল-হিলাল। ক্রিশ্চিয়ানো রোনালদোকে বছরে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা দিচ্ছে আল-নাসের। মেসিকে পেতে এর চেয়ে দ্বিগুণ খরচ করতেও রাজি আল-হিলাল।
তবে মেসি ইউরোপেই থাকতে চান, সেটিও তার কাছের মানুষদের কথায় স্পষ্ট। এমনকি বার্সেলোনায় ফেরারও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করলেও ইউরোপের কোনো ক্লাবেই মেসিকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
পিএসজিতে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে আগামী ৩০ জুন। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন। বার্সেলোনা তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, এ খবর জানা গিয়েছে আগেই।
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিও নাকি আগ্রহী আর্জেন্টাইন তারকার প্রতি। আর সৌদি আরবের ক্লাবের আগ্রহী হয়ে ওঠার খবর কদিন আগ পর্যন্তও স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।