ছেলের মৃত্যুর কথা এখনও জানেন না পেলের মা!

মিররের শনিবারের একটি প্রতিবেদন অনুসারে, কিংবদন্তি পেলের মা তার ছেলের মৃত্যু সম্পর্কে জানেন না। বৃহস্পতিবার ক্যান্সারের সঙ্গে লড়াই করে হেরে যান পেলে। তার বয়স হয়েছিল ৮২।
পেলের ভাই-বোনদের মধ্যে বেঁচে থাকা একমাত্র বোন মারিয়া লুসিয়া ডো নাসিমেন্তো তার মা সেলেস্তের দেখাশোনা করছেন। "আমাদের কথা হয়েছে, কিন্তু উনি এখনো পেলের অবস্থা সম্পর্কে জানেন না। উনি নিজের দুনিয়াতেই ডুবে রয়েছেন।"
"যখন আমি পেলের নাম উল্লেখ করি তখন তিনি তার চোখ খুলে বলেন, 'আমরা ওর জন্য প্রার্থনা করতে যাচ্ছি'। কিন্তু আমি যা বলছি সে সম্পর্কে উনি সত্যিই সচেতন নয়," মারিয়া জানান।
গত মাসে, সেলেস্তে তার শতবর্ষ উদযাপন করেছেন এবং পেলে ইনস্টাগ্রামে সেটি পোস্ট করেন।
"আজ আমরা সেলেস্তের জীবনের শতবর্ষ উদযাপন করছি। ছোটবেলা থেকেই তিনি আমাকে ভালবাসা এবং শান্তির মূল্য শিখিয়েছেন। তার ছেলে হিসেবে কৃতজ্ঞ হওয়ার জন্য আমার কাছে শতাধিক কারণ রয়েছে। আমি এই ছবিগুলি আপনাদের সাথে শেয়ার করছি, খুব আবেগের সাথে এই দিনটি উদযাপন করছি। আপনার পাশে প্রতিটি দিন থাকতে পারার জন্য আপনাকে ধন্যবাদ, মা," পেলে লিখেছিলেন।