বড়দিনে আর্জেন্টিনার জনগণকে মেসির অভিনব উপহার

এবারের বড় দিনটা আর্জেন্টাইনদের জন্য এসেছে একটু অন্যরকমভাবে। বড়দিনের মাত্র এক সপ্তাহ আগেই যে সবচেয়ে বড় উপহারটা পেয়ে গিয়েছিল তারা। ফুটবল পাগল এই জাতির জন্য বিশ্বকাপ শিরোপার থেকে বড় উপহার আর কী হতে পারে!
বড়দিনের উৎসবকে আরো আনন্দময় করে তুলতে আর্জেন্টিনা ফেডারেশন নিয়েছিল এক অভিনব উদ্যোগ। বিশ্বকাপ ট্রফিটিকেই বড়দিনের উপহার হিসেবে বেছে নিয়েছিল তারা।
বড়দিনে একটি ভিডিও পোস্ট করে আর্জেন্টিনা ফেডারেশন, যেখানে দেখা যায়, একটি ছোট বাচ্চা একটি গাছের নিচে উপহারের বাক্স দেখতে পায়। বাচ্চাটি সেই বাক্সটি খুললে বিশ্বকাপের সোনালি ট্রফিটি বের হয়ে আসে।
ভিডিওটিতে একটি বার্তাও দেওয়া হয়, যেখানে লিওনেল মেসিকে বিশ্বকাপ জেতানোর জন্য ধন্যবাদ দিয়ে বলা হয়, 'ধন্যবাদ, পাপা লিওনেল'।
বড়দিনের উৎসবের মাঝে এমন অভিনব উপহার আর্জেন্টাইনদের দিনটিকে রাঙিয়ে তুলেছিল আরো বেশি করে।