মেসি-এমবাপ্পের সমান গোল হলে কে পাবেন গোল্ডেন বুট

কিলিয়ান এমবাপ্পের টানা দ্বিতীয় নাকি লিওনেল মেসির স্বপ্নপূরণ? শিরোপার এমন প্রশ্নের সঙ্গে আছে আরও একটি প্রশ্ন, কার পায়ে উঠবে গোল্ডেন বুট? সোনার জুতো জেতার দৌড়ে অবশ্য কেবল এ দুজনই নন, আছেন আর্জেন্টিনার হুলিয়ান আলভারেস ও ফ্রান্সের অলিভিয়ের জিরু।
শিরোপা কার বা গোল্ডেন বুট কে জেতেন, সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স।
শিরোপার পাশাপাশি গোল্ডেন বুট নিয়ে আছে আলোচনা। এ পথে এগিয়ে আছেন এমবাপ্পে ও মেসি। দুই দলের দুই প্রাণ ভোমরা ৫টি করে গোল করেছেন এবার। পিছিয়ে নেই আলভারেস ও অলিভিয়েরও। দুজনই করেছেন ৪টি করে গোল।
আজকের ফাইনালে এমবাপ্পে ও মেসি যদি গোল না পান কিংবা একটি করে গোল করেন; অর্থাৎ এ দুজনের গোলসংখ্যা যদি সমান হয়, তাহলে কে জিতবেন গোল্ডেন বুট। এ ক্ষেত্রে কয়েকটি বিষয়টি বিবেচনা করে ফিফা, এরপর একজনকে দেওয়া হয় সোনার বুট।
সেসব বিবেচনায় এখন পর্যন্ত এগিয়ে আছেন মেসি। গোল সংখ্যা সমান হলে শুরুতে দেখা হয় কে বেশি অ্যাসিস্ট করেছেন। এই হিসাবে এগিয়ে আছেন মেসি। ৫টি গোল করার পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন এই ফুটবল জাদকুর। মেসির সমান গোল থাকলেও অ্যাসিস্টে ফিছিয়ে এমবাপ্পে, ফরাসীঅ তারকা এই ফরোয়ার্ডের অ্যাসিস্ট ২টি।
গোল এবং অ্যাসিস্টও সমান হলে তখন দেখা হয় কোন খেলোয়াড় মাঠে কম সময় ছিলেন। অর্থাৎ, কম সময়ে কার সাফল্য বেশি। এই হিসেবে আবার এমবাপ্পে এগিয়ে। কারণ এবারের বিশ্বকাপে সবগুলো ম্যাচে খেললেও গ্রুপ পর্বে তিউনিশিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। মেসি সব ম্যাচেই পুরোটা খেলেছেন।
এমবাপ্পে-মেসিকে টপকে আলভারেস বা জিরু যদি গোল্ডেন বল জিতে নেন, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। আজকের ফাইনালে এমবাপ্পে ও মেসি যদি গোল না পান আর আলভারেস ও জিরুর মধ্যে কেউ যদি দুই গোল দেন, তাহলে পায়েই শোভা পাবে সোনার জুতো।