'পেলের লাইফ সাপোর্টে থাকার খবর সঠিক নয়'

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের লাইফ সাপোর্টে থাকার খবর সঠিক নয় বলে জানিয়েছেন তার দুই মেয়ে। সম্প্রতি বিভিন্ন উৎস থেকে শোনা যাচ্ছিল, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন ফুটবলের রাজা, এতদিন চুপ থাকলেও এই বিষয়ে এবার মুখ খুলেছেন তার দুই মেয়ে।
ক্যান্সারের চিকিৎসার জন্য বেশ কয়েক বছর ধরেই কেমোথেরাপি নিতে হচ্ছিল পেলেকে। খবর পাওয়া গিয়েছিল সেই থেরাপিতে আর কাজ হচ্ছিল না বিধায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে পেলেকে। তবে সেই খবর উড়িয়ে দিয়েছেন তার দুই মেয়ে।
ক্যান্সারের চিকিৎসা চলার পাশাপাশি কিছুদিন আগেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন পেলে, সেখান থেকেই ফুসফুসে সমস্যা দেখা দেয় তার।
এই ফুসফুসের পরীক্ষা করার জন্যই পেলেকে হাসপাতালে যেতে হয়েছে বলে জানান তার মেয়ে কেলি, 'ক্যান্সারের জন্য কেমোথেরাপি দিতে হচ্ছে তাকে, তিন সপ্তাহ আগে কোভিডেও আক্রান্ত হয়েছিলেন, সেখান থেকেই ফুসফুসে ইনফেকশন দেখা দেয়। সেটির চিকিৎসার জন্যই আমাদের হাসপাতালে আসা।'
গণমাধ্যমে যেভাবে পেলের শারীরিক অবস্থার অবনতির কথা প্রচার করা হচ্ছে সেগুলো সঠিক নয় বলে জানিয়েছেন তার আরেক মেয়ে ফ্লাভিয়া, 'স্বাভাবিকভাবেই বাসার থেকে হাসপাতালে পরিচর্যা ভালো হয়, আমরা সেজন্যই এখানে এসেছিলাম। কিন্তু তার সম্পর্কে যেভাবে বলা হচ্ছে সেগুলো সঠিক নয়, তিনি মৃত্যু ঝুঁকিতে নেই।'
পেলের মেয়েদের মুখ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য পেয়ে এখন নির্ভার থাকাই যায়।