মাঠে ফিরছেন সাকিব!
আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ আছেন সাকিব আল হাসান। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারবেন না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে এর মাঝেই মাঠে নামছেন সাকিব। আগামী ২৮ মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে একটি চ্যারিটি ম্যাচে অংশ নেবেন তিনি।
ম্যাচটি চ্যারিটি হওয়ায় সাকিবের খেলায় কোনো বিধি-নিষেধ নেই। এই ম্যাচে মোকাবেলা করবে মেলবোর্ন বনাম সিডনি। ইন্ডিপেন্ডেন্ট ডে ক্রিকেট ফেস্টিভাল নামের এই ম্যাচে মেলবোর্নের হয়ে খেলবেন সাকিব।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও মোলবোর্নের হয়ে ম্যাচটি খেলবেন। ইতোমধ্যে এই ম্যাচের টিকেট বিক্রি শুরু হয়ে গেছে।
ম্যাচটিতে আমন্ত্রণ জানানো হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্বরত বাংলাদেশের সাবেক অধিনায়ক ম্যাচটি নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এখানকার বাঙালিরা ম্যাচটি আয়োজন করেছে। শুনেছি সাকিব-আশরাফুলরা ম্যাচটি খেলবে। এটা আইসিসির প্রোগ্রামের কোনো অংশ কিনা, সেটা নিশ্চিত করে বলতে পারছি না।'
এই ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন সাকিব। আয়োজক অস্ট্রেলিয়া-বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর স্পোর্টস এন্ড এডুকেশনের (এবিএএসই) ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় সাকিব বলেন, 'অস্ট্রেলিয়া-বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর স্পোর্টস এন্ড এডুকেশনের আমন্ত্রণে ২৮ মার্চ ইন্ডিপেন্ডেন্ট ডে চ্যারিটি ক্রিকেট ফেস্টিভালে অংশগ্রহণ করতে আমি আসছি মেলবোর্নে। আশা করি আপনাদের সবার সাথে দেখা হবে।'
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গত বছরের ২৯ অক্টোবর সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এর মধ্যে প্রথম বছর কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারবেন না তিনি। গত বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
