বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের যতো প্রথম
করোনাভাইরাসের ধকল কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হচ্ছে বাংলাদেশ। বিসিবি প্রেসিডেন্টস কাপের পর পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে টুর্নামেন্টটি।
উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হয় মিনিস্টার গ্রুপ রাজশাহী। পরের ম্যাচে জেমকন খুলনার প্রতিপক্ষ ফরচুন বরিশাল। এই দুই ম্যাচ দিয়ে টুর্নামেন্টের প্রায় সব 'প্রথম' দেখে ফেলেছে টি-টোয়েন্টি আসরটি। এক নজরে দেখে নেওয়া যাক এবারের আসরের সব প্রথম।
প্রথম ম্যাচ: বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহী।
প্রথম ভেন্যু: মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
প্রথম টস: মুশফিকুর রহিম (ঢাকা) ও নাজমুল হোসেন শান্ত (রাজশাহী)।
প্রথম টসজয়ী দল: ঢাকা
প্রথম টসজয়ী অধিনায়ক: মুশফিকুর রহিম (ঢাকা)
প্রথম বোলিং নেওয়া দল: ঢাকা
প্রথম ব্যাটিং পাওয়া দল: রাজশাহী
প্রথম অন-ফিল্ড আম্পায়ার: মাসুদুর রহমান মুকুল ও মাহফুজুর রহমান লিটু
প্রথম টিভি আম্পায়ার: তানভীর আহমেদ
প্রথম ম্যাচ রেফারি: সেলিম শাহেদ
প্রথম ফোর্থ আম্পায়ার: শফিউদ্দিন আহমেদ বাবু
প্রথম ব্যাটসম্যান: নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমন (রাজশাহী)।
প্রথম রান: নাজমুল হোসেন শান্ত (রাজশাহী)।
প্রথম চার: আনিসুল ইসলাম ইমন (রাজশাহী)।
প্রথম ছয়: নাজমুল হোসেন শান্ত (রাজশাহী), বোলার- নাসুম আহমেদ (ঢাকা)
প্রথম হাফ সেঞ্চুরি: মাহেদী হাসান (রাজশাহী)
প্রথম গোল্ডেন ডাক: ব্যাটসম্যান- মেহেদী হাসান মিরাজ (ফরচুন বরিশাল), বোলার- শফিউল ইসলাম (জেমকন খুলনা)।
প্রথম বোলার: রুবেল হোসেন (ঢাকা)
প্রথম ওয়াইড: মুক্তার আলী (ঢাকা)।
প্রথম নো বল: মাহেদী হাসান (রাজশাহী)।
প্রথম ফ্রি হিট: ব্যাটসম্যান- মুক্তার আলী (ঢাকা), বোলার- মাহেদী হাসান (রাজশাহী)।
প্রথম লেগ বাই: বোলার মেহেদী হাসান রানা (ঢাকা), ব্যাটসম্যান- আনিসুল ইসলাম ইমন (রাজশাহী)।
প্রথম উইকেট: নাসুম আহমেদ (ঢাকা), ব্যাটসমান- নাজমুল হোসেন শান্ত (রাজশাহী)।
ওভারের প্রথম বলেই উইকেট: ব্যাটসম্যান- মেহেদী হাসান মিরাজ (ফরচুন বরিশাল), বোলার- শফিউল ইসলাম (জেমকন খুলনা)।
প্রথম কট এন্ড বোল্ড: ব্যাটসম্যান- মেহেদী হাসান মিরাজ (ফরচুন বরিশাল), বোলার- শফিউল ইসলাম (জেমকন খুলনা)।
প্রথম ক্যাচ: তানজিদ হাসান তামিম (ঢাকা), বোলার-নাসুম আহমেদ (ঢাকা), ব্যাটসম্যান- নাজমুল হোসেন শান্ত (রাজশাহী)
প্রথম এলবিডব্লিউ: ব্যাটসম্যান- ইয়াসির আলী রাব্বি (ঢাকা), বোলার- মাহেদী হাসান (রাজশাহী)।
প্রথম রান আউট: ব্যাটসম্যান- ফজলে মাহমুদ রাব্বি (রাজশাহী), ফিল্ডিং- নাসুম আহমেদ, স্টাম্পিং- মুশফিকুর রহিম (ঢাকা)।
প্রথম স্টাম্পিং: মুশফিকুর রহিম (ঢাকা), ব্যাটসম্যান- আনিসুল ইসলাম ইমন (রাজশাহী), বোলার- নাঈম হাসান (ঢাকা)।
প্রথম ক্যাচ মিস: ইয়াসির আলী রাব্বি (ঢাকা), বোলার- রুবেল হোসেন (ঢাকা), ব্যাটসম্যান- আনিসুল ইসলাম ইমন (রাজশাহী)।
প্রথম ম্যাচজয়ী দল: মিনিস্টার গ্রুপ রাজশাহী
প্রথম ম্যাচ হারা দল: বেক্সিমকো ঢাকা
প্রথম ম্যাচজয়ী অধিনায়ক: নাজমুল হোসেন শান্ত (মিনিস্টার গ্রুপ রাজশাহী)।
প্রথম ম্যাচসেরা: মাহেদী হাসান (রাজশাহী)
