গোল করে গ্যালারির দিকে কেন দৌড়ে গিয়েছিলেন নেইমার?
কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলের অসাধারণ জয়ে শেষ আটে উঠে গেছে ব্রাজিল। পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নেইমার।
গোল করার পরেই নেইমারকে ব্রাজিলের ডাগআউটের দিকের গ্যালারিতে দৌড়ে যেতে দেখা যায়।
সেখানে গিয়ে চোটে আক্রান্ত ব্রাজিলের খেলোয়াড় অ্যালেক্স তেল্লেসের সঙ্গে আলিঙ্গন করেন নেইমার। চোটের কারণে নিজের বিশ্বকাপ খেলার সম্ভাবনা শংকায় পড়ে গিয়েছিল নেইমারের নিজের।
কিন্তু ফিরে এসেই ব্রাজিলকে শেষ আটে তুলতে রেখেছেন বড় ভূমিকা। ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে চোটে আক্রান্ত হয়ে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল নেইমারের।
তাই সতীর্থের চোটের কারণে খেলতে না পারার বেদনা নেইমারের থেকে ভালো আর কে বুঝবে! সেজন্যই গোল করার পর তার ওইভাবে দৌড়ে যাওয়া।
