বিশ্বকাপে সবচেয়ে দামি দল কারা?
প্রতি বিশ্বকাপেই সবথেকে দামি দল কারা সেটি জানার জন্য উৎসাহিত থাকেন ফুটবল ভক্তরা। একটি দলের খেলোয়াড়দের গড় বয়স, মাঠের পারফম্যান্স, সম্ভাবনা ইত্যাদি মাথায় রেখে হিসাব করা হয় খেলোয়াড় এবং দলগুলোর সম্ভাব্য দাম।
সেই হিসাব অনুযায়ীই এবারের বিশ্বকাপে সবথেকে দামি দল ইংল্যান্ডের। সুইজারল্যান্ডভিত্তিক ফুটবল গবেষণা সংস্থা সিআইইএ'র জরিপ অনুযায়ী ইংল্যান্ড দলের ২৬ খেলোয়াড়ের বর্তমানে মোট মার্কেট ভ্যালু ১.৫ বিলিয়ন ইউরোর কাছাকাছি। ১৯ বছর বয়সী জুড বেলিংহ্যামের দাম সবথেকে বেশি, ২০২ মিলিয়ন ইউরো!
ইংল্যান্ডের পরপরই তালিকায় আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপে দলে থাকা ২৬ ব্রাজিলীয় খেলোয়াড়ের সম্মিলিত মার্কেট মূল্য প্রায় ১.৪৫ বিলিয়ন ইউরো। সবচাইতে দামি খেলোয়াড় ভিনিশিয়াস জুনিয়র, যার মূল্য ২০০ মিলিয়ন ইউরো।
তালিকায় এরপরেই আছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তাদের স্কোয়াডের মার্কেট মূল্য প্রায় ১.৩৪ বিলিয়ন ডলার। কিলিয়ান এমবাপ্পের একার মূল্যই ১৮৫ মিলিয়ন ইউরো।
এরপর যথাক্রমে তালিকায় আছে স্পেন (১.২ বিলিয়ন), পর্তুগাল (১.১৫ বিলিয়ন) এবং জার্মানি (১.০২ বিলিয়ন)। অনেকের মতে বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসির আর্জেন্টিনা নেই এই তালিকায়। আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় বাদে অন্যদের খুব বেশি মার্কেট ভ্যালু না থাকাই এর কারণ।
