ইতিহাসের সবচেয়ে খরুচে বিশ্বকাপ কাতারে!
কাতার বিশ্বকাপই ইতিহাসের সবথেকে খরুচে বিশ্বকাপ এটা নিয়ে আর কোনো সন্দেহেরই অবকাশ নেই। কাতার বিশ্বকাপ আয়োজন করতে কত টাকা খরচ হচ্ছে সেটির আনুমানিক কোনো হিসাব না পাওয়া গেলেও সেটি অন্য যেকোনো বিশ্বকাপের তুলনায় বেশি তা নিশ্চিত।
পুরোপুরি হিসাব না পাওয়া গেলেও এক দোহায় মেট্রোরেল তৈরি করতেই ৩৬ বিলিয়ন ডলার খরচ হয়েছে বলে জানা গেছে। এছাড়াও দোহায় বাইরে থেকে আসা সমর্থকদের থাকার জন্য বানানো ক্যাম্প 'পার্ল' তৈরিতে ১৫ বিলিয়ন ডলার খরচ করেছে কাতার।
২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা তাদের অবকাঠামোগত উন্নয়নের জন্য খরচ করেছিল ৩.৬ বিলিয়ন ডলার যা কিনা ২০০৬ বিশ্বকাপে জার্মানি এবং ২০০২ বিশ্বকাপে করা জাপান এবং দক্ষিণ কোরিয়ার চেয়েও কম।
২০০৬ সালে জার্মানির খরচ ছিল ৪.৩ বিলিয়ন ডলার, ২০০২ বিশ্বকাপে জাপান এবং দক্ষিণ কোরিয়া মিলে খরচ করে ৭ বিলিয়ন ডলার।
এছাড়াও ২০১৪ বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে ১৫ বিলিয়ন ডলার খরচ করে স্বাগতিক ব্রাজিল, ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক রাশিয়ার খরচ ছিলো ১১.৬ বিলিয়ন ডলার।
কাতারের খরচ সবমিলিয়ে কত সেটি এখনই না জানা গেলেও তা যে আগেরগুলোর তুলনায় কয়েক গুণ বেশি সেটি উদ্বোধনী অনুষ্ঠানের পরই স্পষ্ট।
