এএসপি হচ্ছেন ভারতের রৌপ্যজয়ী ভারোত্তোলক মীরাবাই

টোকিও অলিম্পিকে জেতা একটি রৌপ্য পদক জীবন পাল্টে দিলো ভারতের ভারোত্তোলক মীরাবাই চানুর। টোকিওতে থাকার সময়ই মীরাবাইকে এক কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে মনিপুর রাজ্য সরকার। এবার আরও বড় পুরস্কার পেতে যাচ্ছেন তিনি। মীরাবাইকে এডিশনাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এএসপি) করার ঘোষণা দিয়েছে মনিপুর সরকার।
রৌপ্যজয়ী মীরাবাই সোমবার দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি দেখতে পেয়েছেন একটি পদক জয়ে তার অবস্থান কোথায় চলে গিয়েছে। দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে তাকে অভিনন্দন জানাতে হাজির হয়েছিলেন হাজারো মানুষ।

মীরবাইকে ফুল দিয়ে বরণ করে নেয় দেশটির ভারোত্তোলক ফেডারেশন। সব মিলিয়ে উষ্ণ অভ্যর্থনায় বাড়ি ফেরেন ভারতের দেশসরা এই ভারোত্তোলক। আর পরদিন শুনলেন আরও বড় সংসংবাদ।
সবকিছু স্বপ্নের মতোই মনে হতে পারে মীরাবাইয়ের। যে মানুষটি ভারতের রেলের টিকেট পরীক্ষকের কাজ করতেন, কয়েক দিনের ব্যবধানে তার ব্যাংকেই এখন কোটি টাকা। গায়ে উঠতে যাচ্ছে এডিশনাল সুপারিনটেনডেন্ট অব পুলিশের ইউনিফর্ম।

রৌপ্য পদক জয়ের পর টোকিওতে থাকতেই মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের ফোন পান মিরাবাই। মুখ্যমন্ত্রী মীরাবাইকে ফোনে বলেন, 'তোমাকে আর টিকিট চেক করার কাজ করতে হবে না। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করব। আর বাকিটুকু এখনই বলতে চাই না। সেটা চমক হিসেবে থাক।' দেশে ফেরার পরদিনই চমকটা পেয়ে গেলেন মীরাবাই।