আইপিএলের সূচি ঘোষণা করলো বিসিসিআই

গত মাসে হয়েছে নিলাম, ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গোছানো শেষ। অপেক্ষা ছিল ২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচি ঘোষণার। রোববার সেই অপেক্ষা শেষ হয়েছে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই টি-টোয়েন্টি লিগের পরবর্তী আসরের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিসআই)।
আগামী ৯ এপ্রিল পর্দা উঠবে আইপিএলের ১৪তম আসরের। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে। করোনাভাইরাসের কারণে আইপিএলের সর্বশেষ আসরটি আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যুতে। এবার আর বাইরে নয়, ভারতেই আয়োজন করা হচ্ছে আইপিএলের পরবর্তী আসর।
করোনার প্রভাব থেকে এখনও পুরোপুরি মুক্ত হওয়া যায়নি। তাই ঘরের মাঠে আইপিএল ফিরলেও নিয়মে পরিবর্তন এসেছে। এবার হোম ম্যাচ রাখা হয়নি। পরিস্থিতি বিবেচনায় ঘরের মাঠে খেলার সুযোগ নেই কোনো ফ্র্যাঞ্চাইজির। সব ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে।
এবারের আইপিএলের ব্যাপ্তি হবে ৫২ দিন। ৮ দলের টুর্নামেন্টে মোট ম্যাচ ৬০টি। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে চেন্নাইয়ে শুরু হবে আইপিএল।
এবার ৬টি শহরে খেলা হবে। শহরগুলো হলো- আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, দিল্লি ও কলকাতা। প্লে অফের তিন ম্যাচ ও ফাইনাল হবে বিশ্বের সর্বোচ্চ দর্শক ধারণক্ষমতার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তবে টুর্নামেন্ট শুরু হবে দর্শকশূন্য মাঠে। পরের দিকে দর্শক প্রবেশের অনুমতির কথা ভাবনায় রেখেছে বিসিসিআই।
৬টি ভেন্যুতে খেলা হলেও প্রতিটি দলকে খেলতে হবে ৪টি ভেন্যুতে। লিগ পর্বে কোনো দলকেই তিনবারের বেশি ভ্রমণ করতে হবে না। করোনা পরিস্থিতির বিষয় মাথায় রেখেই কম ভেন্যুতে ম্যাচ রাখা হয়েছে। এ কারণেই রাখা হয়নি হোম ম্যাচ।
এবারের আইপিএলে খেলতে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। তার দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১১ এপ্রিল, চেন্নাইয়ে। নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লড়বে কলকাতা।
মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ১২ এপ্রিল, মুম্বাইয়ে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। যদিও এবারের আইপিএলে মুস্তাফিজের খেলার বিষয়টি নিশ্চিত নয়। একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট থাকায় আইপিএলে নজর দিচ্ছেন না তিনি। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে বাঁহাতি এই পেসার জানিয়ে গেছেন, তার কাছে সবার আগে দেশ। দলে না থাকলে আইপিএল খেলার কথা ভাববেন তিনি।