হাসপাতালে নেওয়া হলো ৮৪ বছরের সৌদি বাদশাহকে

পিত্তথলির প্রদাহ তীব্রতা লাভ করায় রাজধানী রিয়াদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে ৮৪ বছরের সৌদি শাসক, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে। আজ সোমবার (২০ জুলাই) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা-এসপিএ তথ্যটি জানিয়েছে।
পৃথিবীর বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব ২০১৫ সালের ২৩ জানুয়ারি থেকে শাসন করে আসছেন বাদশাহ সালমান। তিনি যুক্তরাষ্ট্রের একজন ঘনিষ্ঠ মিত্র বলেই পরিচিত। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। অবস্থা স্থিতিশীল মনে করলে চিকিৎসকেরা অস্ত্রপাচারের সিদ্ধান্ত নিতেও পারেন। এব্যাপারে অবশ্য বিস্তারিত জানায়নি সৌদি গণমাধ্যমটি। খবর রয়টার্সের।
এ খবর প্রকাশের পরপরই দেশটিতে নির্ধারিত রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদিমি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান বিষয়টি নিশ্চিত করেন।
বাদশাহ সালমান ইসলাম ধর্মের পবিত্রতম দুই তীর্থস্থান মক্কা ও মদিনার জিম্মাদার। শাসক নিযুক্ত হওয়ার আগে আড়াই বছর ধরে তিনি ক্রাউন প্রিন্স বা প্রধান যুবরাজের পদ অলংকৃত করেন। এছাড়াও, তিনি ২০১২ সাল থেকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি সুদীর্ঘ ৫০ বছর তিনি রিয়াদ প্রদেশের প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।
সৌদি সিংহাসনে তার উত্তরাধিকারী বর্তমান ক্রাউন প্রিন্স ও তার ছেলে মোহাম্মদ বিন সালমান। যুবরাজ মোহাম্মদ সৌদি আরবের অর্থনীতি এবং সামাজিক সংস্কারের বেশকিছু পদক্ষেপ নিয়েছেন। তেল নির্ভর অর্থনীতির বলয় থেকে বেড়িয়ে পর্যটন এবং তথ্যপ্রযুক্তি নির্ভর বিকাশের লক্ষ্যে এসব সংস্কার চালানো হচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে দাবি করা হয়।