ভয়াবহ করোনা সংক্রমণের মধ্যেই ভারতের বিলাসবহুল বিমান পৌঁছল লন্ডনে

যুক্তরাজ্যের দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের ধনী ব্যক্তিদের বয়ে নিয়ে আসা ৮ টি বিমান লন্ডনে পৌঁছেছে। আশঙ্কা করা হচ্ছে, এগুলো মানুষের সঙ্গে সঙ্গে বয়ে এনেছে করোনাভাইরাসও।
লন্ডন টাইমস সূত্র জানায়, বিলাসবহুল বিমানগুলোর মধ্যে সর্বশেষ বিমান ছিল 'ভিস্তাজেট বমবার্ডিয়ার গ্লোবাল ৬০০০'। এটি বৃহস্পতিবার দুবাই থেকে মুম্বাই হয়ে এসে লন্ডনে ৩ টা ১৫ মিনিটে অবতরণ করে।
মহামারি-আক্রান্ত দেশগুলোর মধ্যে ভারত সম্প্রতি যুক্তরাজ্যের 'রেড লিস্ট'-এ তালিকাভুক্ত হয়েছে। শুক্রবার ভারত থেকে ফেরত আসা সব ব্রিটিশদের একটি সরকার অনুমোদিত হোটেলে আগে দশ দিন থাকতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে।
সকল অ-ব্রিটিশ ও অ-আইরিশ নাগরিক, যারা শেষ ১০ দিন ভারতে কাটিয়ে এসেছেন, তাদেরকে দেশে ঢুকতে দেয়া হবেনা বলেও জানানো হয়। 'পূর্বসতর্কতামূলক পদক্ষেপ' হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজে তার আগামী সপ্তাহের রাষ্ট্রীয় ভারত সফর স্থগিত করেছেন।
তবে বিলাসবহুল ভারতীয় বিমানে চড়ে আসা ভারতীয়রা যে নিজ দেশে নারকীয় অবস্থা দেখে এসেছেন তা বলাই বাহুল্য। মুম্বাই থেকে ৭০ মাইল দূরের একটি জনাকীর্ণ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে অন্তত ১৪ কোভিড-১৯ রোগী নিহত হয়েছেন।
এছাড়াও, মহারাষ্ট্র রাজ্যের যেখানে আগুন লাগার ঘটনা ঘটে, তার কাছাকাছি স্থানেই গত সপ্তাহে অক্সিজেন লীকেজের ফলে ২৪ জন কোভিড-১৯ রোগী মারা যায়।
এদিকে গত ২৪ ঘন্টায় ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন নতুন করোনা আক্রান্ত এবং ২,২৬৩ জন করোনায় নিহত হওয়ার ফলে আতঙ্ক আরো জোরালো হয়ে উঠেছে ভারতে।