ভারতে করোনা রোগীর সংখ্যা ৩৪ লাখ ছাড়িয়েছে

ভারতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা শনিবার ৩৪ লাখ ছাড়িয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৬ হাজার ৪৭২ জন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৪ লাখ ৬৩ হাজার ৯৭৩ জনে।
এছাড়া ভারতে একদিনে আরও ১,০২১ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৫৫০ জনে।
বৃহস্পতিবার ভারতে নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ছিল।
সম্প্রতি ভারতে গড়ে প্রায় প্রতিদিনই অন্তত এক হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেলেও, প্রতি ১০ লাখে মৃত্যুর হিসাবে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের তুলনায় ভারতের অবস্থান অনেকটা ভালো।
দেশটিতে করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬ লাখের বেশি মানুষ।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝাড়খন্ডসহ ভারতের বিভিন্ন এলাকায় লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে।
এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ২ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ কোটি ৭৩ লাখ ১২ হাজার ৫৭৫ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৮ লাখ ৪১ হাজার ৬৮৬ জনের। বাকী ৬৭ লাখ ৭৮ হাজার ২৫০ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।
কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৬০ লাখ ৯৬ হাজার ৭৫৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৮ কোটি ৩ লাখ ২ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ৩৮ লাখ ১২ হাজার ৬০৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে ভারত যাদের শনাক্তের সংখ্যা ৩৪ লাখ ৬৩ হাজার ৯৭৩।
সূত্র: এনডিটিভি।