অক্সিজেন পেয়ে স্বস্তিতে বরিস

গত বারো দিন ধরেই কোভিড-১৯ ভাইরাসে ভুগছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। রোববার সন্ধেবেলা তাকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় ১০ নম্বর ডাউনিং ট্রিটে অবস্থিত তার কার্যালয় জানায়, বিশেষ চিন্তার কিছু নেই। জ্বর কমছে না বলে কিছু রুটিন পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি অ্যাম্বুল্যান্সে নয়, গাড়িতে চেপেই তিনি হাসপাতালে এসেছেন।
যদিও রোববার হাসপাতাল থেকে নিজের টুইট করা ছবিতে দৃশ্যতই অসুস্থ লাগছিল ৫৫ বছর বয়সী বরিস জনসনকে।
এরপর গত সোমবার রাতে জানা যায়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বরিসকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে ।
এর আগে 'আইসোলেশনে' গৃহবন্দি থাকা অবস্থাতেও দেশ পরিচালনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু সোমবার দুপুরে বরিস নিজের দায়িত্ব তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র্যাবের হাতে। খবর আনন্দবাজার পত্রিকার।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সারাদিন অক্সিজেন পেয়ে বরিসের অবস্থা এখন স্থিতিশীল। এতে তিনি বেশ স্বস্তি পেয়েছেন। রানী দ্বিতীয় এলিজাবেথ নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন। দেশ-বিদেশ থেকেও শুভেচ্ছাবার্তা আসছে।
গত বৃহস্পতিবার ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে এসে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন বরিস।
নিয়মিত প্রশাসনিক কাজকর্মও করে গেছেন এই সময়ে। চিকিৎসকদের মতে, কোভিড-১৯ রোগীকে অত্যন্ত দুর্বল করে দেয়। শরীরে পানির সঙ্কট দেখা দেয়। তাই ঠিকমতো বিশ্রাম নেননি বলেই গতকাল অতটা অসুস্থ বোধ করছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। চিকিৎসকদের আশা, দিন দশেকের মধ্যে সম্পূর্ণ সেরে উঠে ফের কাজে যোগ দিতে পারবেন তিনি।