Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
January 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JANUARY 09, 2026
ব্লুমবার্গের টেকসই তালিকায় জায়গা করে নিল ৭ বাংলাদেশি কোম্পানি

অর্থনীতি

মাহফুজ উল্লাহ বাবু
27 October, 2023, 11:40 pm
Last modified: 28 October, 2023, 10:34 am

Related News

  • ‘আপনি একজন জঘন্য রিপোর্টার’: খাশোগি হত্যা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে ট্রাম্পের কটূক্তি
  • ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার: ফের শীর্ষে উঠে এসেছে ওয়ালটনের নাম
  • ট্রাম্প জেতার পর শীর্ষ ১০ ধনীর সম্পদ একদিনেই বেড়েছে ৬৪ বিলিয়ন ডলার!
  • বিলিয়নিয়ার তারকাদের দলে নাম লেখালেন সেলেনা গোমেজ
  • মিলল ১ বিলিয়ন ডলার অনুদান, বিনামূল্যেই পড়তে পারবেন বিখ্যাত মেডিকেল স্কুলের প্রায় সব শিক্ষার্থী

ব্লুমবার্গের টেকসই তালিকায় জায়গা করে নিল ৭ বাংলাদেশি কোম্পানি

মাহফুজ উল্লাহ বাবু
27 October, 2023, 11:40 pm
Last modified: 28 October, 2023, 10:34 am

টেকসই ব্যবসার চর্চা গ্রহণে কর্পোরেট বাংলাদেশ বেশ ধীরগতিতে এগিয়েছে। তবে গত কয়েক বছরে সেই চর্চা কিছুটা বেড়েছে। তারই সুবাদে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানি তাদের গত বছরের পরিবেশগত, সামাজিক ও সুশাসনমূলক (ইএসজি) কাজের জন্য ব্লুমবার্গ থেকে বেশ ভালো নম্বর পেয়েছে।

এই কোম্পানিগুলো হচ্ছে—গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। সারা বিশ্বের ১৬ হাজারের বেশি তালিকাভুক্ত কোম্পানির স্থান পেয়েছে এই তালিকায়। আন্তর্জাতিক ইকুইটি বাজার মূলধনের ৯৩ শতাংশের বেশি এই কোম্পানিগুলোর দখলে।

তবে বাংলাদেশি কোম্পানিগুলোর ব্লুমবার্গ ইএসজি স্কোর অন্যান্য আঞ্চলিক কোম্পানির স্কোরের চেয়ে বেশ কম। যেমন, শীর্ষ ১০০ ভারতীয় কোম্পানির স্কোর ৫০ থেকে ৭০-এর মধ্যে। অন্যদিকে বাংলাদেশি কোম্পানিগুলোর স্কোর ২৩ থেকে ৪০-এর মধ্যে। উল্লেখ্য, মোট ১০০-র মধ্যে স্কোর দেওয়া হয়।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য ইএসজি রেটিং গুরুত্বপূর্ণ। কারণ অনেক বিদেশি বিনিয়োগকারীই, বিশেষ করে ইউরোপীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন বিনিয়োগের আগে দেখতে চায় নির্দিষ্ট কয়েকটি ইএসজি মানদণ্ড পূরণ করা হয়েছে কি না।

স্থানীয় শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে সহায়তা প্রদানকারী কোম্পানি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সিইও আহসানুর রহমান এই প্রবণতার কথা উল্লেখ করেন।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) জাহাঙ্গীর আলম বলেন, টেকসই ব্যবসার চর্চা শুধু বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্যই অপরিহার্য নয়। শত বছর টিকে থাকবে এবং শেয়ারহোল্ডার, অর্থনীতি ও সমাজকে উপকৃত করে যাবে, এমন ব্যবসা গড়ে তোলার জন্যও এ চর্চা গুরুত্বপূর্ণ। 

জাহাঙ্গীর আলম জানান, তার কোম্পানি দুই দশকেরও বেশি সময় আগে এসব টেকসই চর্চা শুরু করেছে। গত কয়েক বছরে পরিবেশগত দায়বদ্ধতা এবং কর্মচারী ও স্টেকহোল্ডারদের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে নিজেদের প্রচেষ্টা জোরদার করেছেন তারা।

কে কত ইএসজি স্কোর পেল

বাংলাদেশের বেশ কিছু নেতৃস্থানীয় তালিকাভুক্ত প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন কার্যক্রমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গ্রহণ করেছে, যা ইএসজির আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

নেতৃস্থানীয় আন্তর্জাতিক ইএসজি স্কোরিং প্রতিষ্ঠান ব্লুমবার্গ বিভিন্ন কোম্পানির আদর্শ টেকসই প্রতিবেদন থেকে প্রাসঙ্গিক, পরিমাপযোগ্য তথ্য নেয় এবং সেগুলোর ভিত্তিতে কোম্পানিগুলোকে স্কোর দেয়।

ব্লুমবার্গ টার্মিনাল ব্যবহারকারী বিনিয়োগকারীরা এই স্কোর দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়।

শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন দীর্ঘদিন ধরে টেকসই ব্যবসার চর্চা করছে। বহুজাতিক কোম্পানিটি বার্ষিক টেকসই প্রতিবেদন প্রকাশ করে। ব্লুমবার্গ ইএসজি ইউনিভার্সে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ ৩৯.৬ স্কোর পেয়েছে গ্রামীণফোন। তথ্য বলছে, প্রতিষ্ঠানটি প্রতি বছর উন্নতি করছে।

তামাক বাজারের নেতৃস্থানীয় কোম্পানি বিএটি বাংলাদেশ ৩৫.৪ স্কোর নিয়ে দ্বিতীয় এবং হেয়ারকেয়ার মার্কেটের শীর্ষস্থানীয় কোম্পানি ম্যারিকো বাংলাদেশ ৩৪.৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

দেশীয় প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্লুমবার্গ ইএসজি স্কোর ৩৩.১। আর ৩১.১ স্কোর নিয়ে তার পরেই বৃহত্তম নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের অবস্থান।

ফার্মাসিউটিক্যালস বাজারের শীর্ষস্থানীয় কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের স্কোর ২৬, আর দেশের ইলেকট্রনিকস বাজারের নেতৃস্থানীয় কোম্পানি ওয়ালটনের স্কোর ২৩.৭।

ভালো চর্চাগুলো

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম শোয়েব হোসেন নোবেল বলেন, আন্তর্জাতিক ও সবুজ কোম্পানিতে পরিণত হওয়ার পরিকল্পনার অংশ হিসেবে ওয়ালটন পরিবেশ রক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসনের চর্চা গ্রহণ করেছে।

এই কর্মকর্তা জানান, ওয়ালটন তাদের চীনা ও ভারতীয় প্রতিদ্বন্দ্বীদের আগেই সিএফসি নিঃসরণকারী শীতাতপ নিয়ন্ত্রণক পণ্য পর্যায়ক্রমে বাজারে আনা বন্ধ করে দিয়েছে। কোম্পানিটি এখন সৌর শক্তিতে বিনিয়োগ করছে এবং বেশি জ্বালানি খরচ করে এমন পণ্যগুলো পর্যায়ক্রমে উঠিয়ে নিচ্ছে।

স্কয়ারের সিএফও জাহাঙ্গীর আলম বলেন, তাদের টেকসই ব্যবসার চর্চা শুরু হয় দুই দশক আগে, কারখানাগুলোকে দূষণমুক্ত করার মাধ্যমে। এরপর তাদের টেকসই চর্চার উপাদান কেবল বেড়েছেই।

তিনি বলেন, স্কয়ারে আগে যারা চাকরি করেছেন, তাদের চতুর্থ প্রজন্মের অনেকেও এখন এ কোম্পানিতে চাকরি করছে। সুশাসন এবং কর্মচারী কল্যাণের প্রতি স্কয়ারের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সেলিম আর এফ হোসেন বলেন, তাদের প্রতিষ্ঠানের ডিএনএতেই প্রোথিত করে দেওয়া হয়েছে টেকসই ব্যবসার চর্চা। ব্যাংকটি টেকসই ব্যবসার চর্চা ও মুনাফার মধ্যে সফলভাবে ভারসাম্য বজায় রেখে চলেছে বলে উল্লেখ করেন তিনি। এই প্রক্রিয়ায় ব্যাংকটি দারুণ ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করেছে।

সেলিম আর এফ হোসেন বলেন, টেকসই চর্চা ও কমপ্লায়েন্স মেনে চলার খরচ আছে, কিন্তু ব্যবসা হিসেবে তা সবসময় যথেষ্ট লাভজনক হয় না। 'তবু আমরা এমন কোনো ব্যবসায় জড়াই না যা পরিবেশের ক্ষতি করে কিংবা সামাজিকভাবে দায়িত্বজ্ঞানহীন। সেটা যদি আইনস্মত এবং লাভজনক ব্যবসা হয়, তবু তার সঙ্গে যুক্ত হই না।'

ব্র্যাক ব্যাংকের টেকসই অর্থায়নের প্রধান তাশমীম মুনতাজির চৌধুরী বলেন, 'ইএসজি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা বিশ্বের সবচেয়ে কম কার্বন নিঃসরণকারী দেশগুলোর একটি এবং ভৌগোলিক অবস্থানের জন্য বাংলাদেশ জলবায়ু বিপর্যয়ের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় সপ্তম স্থানে রয়েছে।'

আইডিএলসি ফাইন্যান্সের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. মাসুদ কে মজুমদার বলেন, 'আমি মনে করি ইকোসিস্টেমের প্রত্যেকেই যদি ইএসজির সর্বোত্তম চর্চাগুলো মেনে চলে, তাহলে পৃথিবীটা বসবাসের জন্য আরও উপযোগী হয়ে উঠবে।'

এ আর্থিক প্রতিষ্ঠানটি ২০১০ সালে টেকসই উদ্যোগ নিতে শুরু করে। আইডিএলসি তাদের ২০২১-২৫ সালের সাসটেইনেবিলিটি রোডম্যাপের আওতায় টেকসই লক্ষ্যগুলো অর্জনের জন্য কাজ করছে বলে জানান মাসুদ। 

গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হোয়েগ হেনরিকসেন টিবিএসকে বলেন, তাদের কোম্পানির মূল ব্যবসায়িক লক্ষ্যই হচ্ছে সমাজকে শক্তিশালী করা।

তিনি বলেন, গ্রামীণফোন যাত্রার শুরু করার পর থেকেই গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর, বিশেষ করে নারীদের জীবনমান উন্নত করতে সাহায্য করে আসছে।

ইএসজি বিনিয়োগ সম্ভাবনা এবং বাংলাদেশের অবস্থা

ব্লুমবার্গের তথ্যমতে, ২০২৫ সাল নাগাদ বিশ্বে ইএসজি সম্পদের পরিমাণ ৫৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, যা ব্যবস্থাপনার অধীন মোট সম্পদের এক-তৃতীয়াংশেরও বেশি।

বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের সেবা প্রদানকারী স্থানীয় ব্রোকারেজ প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের তথ্যানুসারে, ২০২২ সালে টেকসই তহবিলের জন্য ১৯০ বিলিয়ন ডলার দিয়ে উদীয়মান অর্থনীতিগুলো ইএসজির জন্য হাব হয়ে উঠছে।

মহামারিকালে বিজনেস রেসপনসিবিলিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট নিয়ম প্রয়োগ করে শীর্ষ ১ হাজার কোম্পানিকে ইএসজি তথ্য প্রকাশ করতে বাধ্য করেছে ভারত। এর সুবাদে দেশটি এমএসসিআই এমার্জিং মার্কেটস ইএসজি লিডারস ইনডেক্সে তৃতীয় স্থান দখল করেছে।

এছাড়া বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য ইএজসি প্রতিবেদন প্রকাশ বাধ্যতামূলক করেছে থাইল্যান্ড।

ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) স্ট্যান্ডার্ড সেটিং বিভাগের নির্বাহী পরিচালক ও প্রধান মোহাম্মদ আনোয়ারুল করিম বলেন, বাংলাদেশ ব্যাংকের মতো প্রধান নিয়ন্ত্রক সংস্থা, বিনিয়োগকারী বা বিদেশি গ্রাহকরা না চাইলে বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য টেকসই প্রতিবেদন প্রকাশ করা বাধ্যতামূলক নয়।

তবে অনেক বহুজাতিক কর্পোরেশন এবং বেশ কিছু স্থানীয় উদ্ভাবনী প্রতিষ্ঠান ইতিমধ্যে নিজে থেকেই টেকসই ব্যবসার চর্চা শুরু করেছে।

ইনস্টিটিউট অভ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অভ বাংলাদেশের (আইসিএবি) প্রধান পরিচালন কর্মকর্তা মাহবুব আহমেদ সিদ্দিক বলেন,  অন্যান্য আরও প্রতিষ্ঠানের সঙ্গে মিলে তার ইনস্টিটিউটও এই কোম্পানিগুলোর মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করছে।

২০২০ সালে আন্তর্জাতিক পুঁজিবাজারের নিজস্ব ইএসজি ডাটাবেজ তৈরি করতে শুরু করে ব্লুমবার্গ। 

ব্লুমবার্গের এপিএসি ইএসজি ডেটা টিম লিড ইয়েলি পার্ক টিবিএসকে বলেন, ব্লুমবার্গ তাদের র‍্যাঙ্কিংয়ে সেই কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেয় যারা তাদের ইএসজি তথ্য পৃথক ইএসজি প্রতিবেদন কিংবা সমন্বিত বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করে। এসব প্রতিবেদন গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই), সাসটেইনেবিলিটি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড বা ইন্টারন্যাশনাল সাসটেইনেবিলিটি স্ট্যান্ডার্ডস বোর্ড-এর গাইডলাইন অনুযায়ী প্রস্তুত করতে হবে।

দুর্ভাগ্যবশত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং জিআরআই পাঁচ বছর যৌথভাবে কাজ করার পর বাংলাদেশের মাত্র ১৪টি তালিকাভুক্ত সংস্থা পেয়েছে যাদের টেকসইতা ফ্যাক্টরগুলো জিআরআই স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। অন্যদিকে শ্রীলঙ্কায় এরকম কোম্পানির সংখ্যা ৮০টির বেশি।

ব্র্যাক ইপিএলের সিইও বলেন, তার প্রতিষ্ঠান ২০২২ সালের মাঝামাঝি থেকে ব্লুমবার্গের সঙ্গে কাজ শুরু করে, যাতে আরও বেশিসংখ্যক বাংলাদেশি কোম্পানি ইএসজি ক্লাবে যোগ দেয়। কারণ প্রায় সব আন্তর্জাতিক বিনিয়োগকারীই ব্লুমবার্গের বিনিয়োগ তথ্য ব্যবহার করে।

ডিএসইর চিফ অপারেটিং অফিসার এম সাইফুর রহমান মজুমদার বলেন, অন্তত দুই ডজন তালিকাভুক্ত কোম্পানি টেকসই ব্যবসার চর্চা করছে। শেয়ারবাজারও মানসম্মত পদ্ধতিতে তাদের অগ্রগতি রিপোর্ট করার প্রয়োজনীয়তা বোঝাতে উদ্যোগ নিচ্ছে। 

আইসিএবির সিওও মাহবুব আহমেদ সিদ্দিক মনে করেন, বাংলাদেশে অচিরেই টেকসই ব্যবসা চর্চার প্রতিবেদন প্রকাশ বাধ্যতামূলক করে আইন করা হবে। বিনিয়োগ পেশাদাররা মনে করেন, এটি যত তাড়াতাড়ি হয়, ততই ভালো হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক রেজাউল করিম বলেন, বাজার নিয়ন্ত্রক সংস্থাটি গত কয়েক বছর ধরে গ্রিন বন্ডসহ বিভিন্ন সবুজ পণ্যে সহায়তা দিয়ে আসছে। পাশাপাশি এখন টেকসই ব্যবসার চর্চা করা কোম্পানি ও বিনিয়োগকারীদের জন্য উন্নত নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে কাজ করছে।

Related Topics

টপ নিউজ

ইএসজি স্কোর / টেকসই ব্যবসার চর্চা / ব্লুমবার্গ / টেকসই ব্যবসা / টেকসই অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রেপ্তার ৩ চীনা নাগরিক। ছবি: সংগৃহীত
    রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় রিমোট–কন্ট্রোলড ল্যাবে অপ্রচলিত মাদক ‘কুশ’ চাষ, নারী সহযোগী ও কেয়ারটেকার আটক
  • ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প
    ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প
  • প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: টিবিএস
    ঋণখেলাপি: নির্বাচনে হাসনাতের বিরুদ্ধে লড়তে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১-২ দিনের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে রেমিট্যান্স জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পাইপলাইন লিকেজে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে ঢাকাবাসী

Related News

  • ‘আপনি একজন জঘন্য রিপোর্টার’: খাশোগি হত্যা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে ট্রাম্পের কটূক্তি
  • ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার: ফের শীর্ষে উঠে এসেছে ওয়ালটনের নাম
  • ট্রাম্প জেতার পর শীর্ষ ১০ ধনীর সম্পদ একদিনেই বেড়েছে ৬৪ বিলিয়ন ডলার!
  • বিলিয়নিয়ার তারকাদের দলে নাম লেখালেন সেলেনা গোমেজ
  • মিলল ১ বিলিয়ন ডলার অনুদান, বিনামূল্যেই পড়তে পারবেন বিখ্যাত মেডিকেল স্কুলের প্রায় সব শিক্ষার্থী

Most Read

1
গ্রেপ্তার ৩ চীনা নাগরিক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় রিমোট–কন্ট্রোলড ল্যাবে অপ্রচলিত মাদক ‘কুশ’ চাষ, নারী সহযোগী ও কেয়ারটেকার আটক

3
ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প

4
প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: টিবিএস
বাংলাদেশ

ঋণখেলাপি: নির্বাচনে হাসনাতের বিরুদ্ধে লড়তে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

১-২ দিনের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে রেমিট্যান্স জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপলাইন লিকেজে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে ঢাকাবাসী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net