খুব শিগগিরই বাজার-ভিত্তিক বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণ করা হতে পারে: অর্থমন্ত্রী

বৈদেশিক মুদ্রার মান নির্ধারণে খুব শিগগিরই মুদ্রাবাজার-নির্ভর বিনিময় হার চালু করার বিষয়ে ভাবছে সরকার।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পর পর দুটি সভার বিষয়ে সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, 'আজ হোক বা কাল– আমাদের বাজার-ভিত্তিক মুদ্রা বাণিজ্যে যেতেই হবে। এজন্য সেই অনুসারে, বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণের বিষয়ে ভাবছি'।
দেশের বৈদেশিক মুদ্রাবাজারে সাম্প্রতিক সময়ে ৮৫ টাকা থেকে বেড়ে ১১৯ টাকায় পৌঁছেছে এক মার্কিন ডলারের দাম, এই অস্থিতিশীলতার প্রেক্ষাপটে এমন মন্তব্য করলেন অর্থমন্ত্রী।
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৯৫ টাকা বেধে দিলেও, বেসরকারি ব্যাংকগুলি ১০৮ টাকা দরে প্রতিডলার বিক্রি করছে।
ডলারের বিপরীতে টাকার মান বাড়াতে সুদহার বৃদ্ধি করা হবে কিনা– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল আমানত ও ব্যাংক ঋণের ওপর বিদ্যমান ৬-৯ শতাংশের বেশি সুদহার বাড়ানো বা কমানোর সম্ভাবনা নাকচ করে বলেছেন, 'বর্তমান সুদহারগুলি ভালোই কাজে দিচ্ছে'।
তিনি বলেন, অনেক দেশই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সুদহার বাড়াচ্ছে। 'তবে বাংলাদেশের মতো দেশের পক্ষে সুদহার বাড়িয়ে বা কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটা খুবই কঠিন'। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতি এবং বাজার নজরদারির মাধ্যমে কাজটি করে থাকে।
দেশের বৈদেশিক মুদ্রা মজুতও ভালো অবস্থানে আছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
"আমাদের রেমিট্যান্স ও রপ্তানি বাড়ছে, অন্যদিকে কমছে আমদানি'। ফলে বৈদেশিক মুদ্রাবাজারে কোনো সংকট তৈরি হয়নি বলেও তিনি দাবি করেন।
খুব শিগগিরই রিজার্ভ আবার ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশাপ্রকাশও করেন।