সিএমএসএমই খাতে বিশেষ ঋণ সুবিধা প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের

করোনাভাইরাস মহামারিতে প্রভাবিত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে (সিএমএসএমই) বিশেষ ঋণ সুবিধার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিশেষ এ সুবিধার আওতায় কুটির, ক্ষুদ্র, ছোট শিল্পের উদ্যোক্তারা মেয়াদি ঋণের পাশাপাশি চলতি মূলধনী ঋণ বা বিনিয়োগ সহায়তা পাবেন। আজ রোববার (৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা যায়।
কুটির, ক্ষুদ্র, ছোট শিল্পের উদ্যোক্তারা পাবেন এক বছর সুদহীন ঋণের সুবিধা। আর পূর্ব ঘোষিত বিধিমালায় মাঝারি শিল্পের উদ্যোক্তারা চলতি মূলধনী ঋণ পাবেন সরকারি ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে। এক্ষেত্রে তারাও এক বছর সুদহীন ঋণ সুবিধার আওতায় আসবেন বলে কেন্দ্রীয় ব্যাংকের আজ রোববার (৪ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সিএমএসএমই- উদ্যোগকে উদ্দীপনা দিতে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় বিশেষ ঋণ সুবিধা প্রস্তাব করেছে কেন্দ্রীয় ব্যাংক।