ইভ্যালিসহ ১০টি অনলাইন প্রতিষ্ঠানের সঙ্গে কার্ডে লেনদেন স্থগিত করল ঢাকা ব্যাংক

ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়ার পর ঢাকা ব্যাংকও এবার ইভ্যালিসহ ১০টি ই-কমার্স সাইটের সঙ্গে কার্ডে লেনদেন স্থগিত করল।
ঢাকা ব্যাংকের কার্ড বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে—ইভ্যালি, আলেশা মার্ট, ধামাকা, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকম, বুম বুম, আদিয়ান মার্ট এবং নিডস।
মোস্তাফিজুর রহমান জানান, এ নিষেধাজ্ঞা সাময়িক। তারা পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখবেন।
এদিকে লঙ্কাবাংলা ফাইন্যান্স গ্রাহকদের বার্তা পাঠিয়ে জানিয়েছে, লঙ্কাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো লেনদেন করলে তার দায়ভার তারা বহন করবে না।
এর আগে ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়া তাদের কার্ড ব্যবহার করে এই দশটি অনলাইন সাইট থেকে কেনাকাটা করতে গ্রাহকদের নিষেধ করে।
মঙ্গলবার সিটি ব্যাংক কর্তৃপক্ষও নোটিশ দিয়ে জানায়, আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড ব্যবহার করে অনলাইন কেনাকাটা করে কেউ প্রতারণার শিকার হলে তার দায়ভার এ ব্যাংক বহন করবে না।
অনিয়ন্ত্রিত ই-কমার্স সাইটগুলোর মাধ্যমে হওয়া মোটা অঙ্কের আর্থিক লেনদেন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেখানে উল্লেখ করা হয়েছে, গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থের বিপরীতে এই অনলাইন শপগুলোর কোনো সম্পদ নেই।