'স্বপ্ন’র লেনদেন রশিদে বায়োসপেনল কেমিক্যাল নেই'

বিভিন্ন ব্যাংক, সুপারশপ, শপিংমল, রেস্টুরেন্টসহ নানা জায়গার বিল পেপারে বায়োসপেনল কেমিক্যাল এর ব্যবহার সম্পর্কে একটি বেসরকারি টেলিভিশন প্রচারিত একটি প্রতিবেদনে বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখা করেছে সুপার শপ স্বপ্ন।
প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে স্বপ্ন'র কর্মাশিয়াল পার্চেস ম্যানেজার মাহবুব ইবনে হক বলেন, স্বপ্ন'র লেনদেন রশিদে যে কাগজ ব্যবহার করা হয় তাতে ক্ষতিকারক বিপিএ বা বায়োসপেনল কেমিক্যাল নেই বলে নিশ্চিত করেছেন আমাদের সাপ্লায়ার মাস্টার সিমেক্স পেপার লিমিটেড।
এ বিষয়ে মাস্টার সিমেক্স পেপার লিমিটেডের ডিরেক্টর শেখ ইমরান হোসাইন বলেন, 'স্বপ্ন' সুপারশপের সব স্টোরে হ্যানসল থার্মাল পেপার ব্যবহার করা হয়, যার সরবরাহদাতা আমার প্রতিষ্ঠান। এটি বিপিএ বা বায়োসপেনল কেমিক্যাল মুক্ত অর্থাৎ পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না। আমাদের কাছে হ্যানসল থেকে পাঠানো সার্টিফিকেটও আছে। এছাড়া এসজিএস টেস্ট রিপোর্টেও কোনো ধরনের ক্ষতিকারক বিপিএ পাওয়া যায়নি। আমরা সেই সার্টিফিকেট ও প্রমাণপত্র 'স্বপ্ন' কর্তৃপক্ষকে দিয়েছি।