নাম ঘোষণার পর স্থগিত করে যোগ্য লেখকদের অপমান করা হয়েছে: শিমুল সালাহ্উদ্দিন
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণার দুই দিনের মাথায় তা স্থগিত করা হয়েছে। কেন এই সিদ্ধান্ত তা নিয়ে টিবিএস পডকাস্টে কথা বলেছেন দৈনিক দেশ রূপান্তরের সাহিত্য সম্পাদক শিমুল সালাহ্উদ্দিন। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।