দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রাদেশিক ব্যবস্থা কি বাস্তবায়নযোগ্য?
আজকের বিষয় দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রাদেশিক সরকারব্যবস্থা নিয়ে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের পক্ষে সুপারিশ করা হয়েছে। বিএনপির ৩১ দফাতেও আছে বিষয়টি। আর দেশে চারটি প্রাদেশিক সরকারের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। দুটি বিষয়েই প্রথম কথা বলেছিল আ স ম রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আমরা আজ কথা বলব জাসদ (রব) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সঙ্গে।