সুচিকিৎসার দাবিতে আন্দোলন, দুর্ভোগে সাধারণ মানুষ
সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দিনভর সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। ২ ফেব্রুয়ারি রাজধানীর শের-ই-বাংলা নগর, আগারগাঁও ও শ্যামলী এলাকায় সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে মিরপুর-গাবতলী রোডে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যায় দিকে মিরপুর সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। এরপর নিজেদের দাবিদাওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দেন তারা। আজ আমরা কথা বলবো, জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত মো. নাহিদ হাসান। ২০ জুলাই রাজধানীর রামপুরায় গুলবিদ্ধ হন তিনি। নাহিদ ইসলাম আপনাকে স্বাগতম।