আওয়ামী লীগ-বিএনপির তিক্ততা কমছে?
৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশ। এমন প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন সহমর্মিতার বার্তা। বলেছেন, প্রতিশোধের রাজনীতি করবে না বিএনপি। আগে একই কথা বলেছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। অন্যদিকে হাসিনাপুত্র সজিব ওয়াজেদ জয় আওয়ামী লীগ ও বিএনপিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে খেলা চলছে।
