মেগাসিটি ঢাকা: পলিথিনে সৃষ্ট জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে কবে?
ঢাকা ; বাংলাদেশের রাজধানী। একটি মেগাসিটির যা যা থাকে তার কোন কিছুরই যেন অভাব নেই এ শহরে। কিন্তু নেই কেবল ভালো পয়ঃনিষ্কাসন ব্যবস্থা। একটু বৃষ্টি হলেই শহরের রাস্তাগুলো ডুবে যায় এক ফুট কিংবা তারও বেশি পানির নিচে। আর তার পর একদিন দুদিন কিংবা ক্ষেত্রবিশেষে তিনদিন পর্যন্ত থাকে সেই পানি। যার অন্যতম কারণ একবার ব্যবহার্য প্লাস্টিক-পলিথিন।