আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে: রিজভী
বিএনপির নাম ভাঙিয়ে দখলদার চাঁদাবাজ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বললেও তারা ব্যবস্থা নেন না। এটি উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। ৮ জুলাই নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনের এমন অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা, বহিস্কার, অব্যাহতি, কারণ দর্শানোর নোটিশ অনেককেই দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না।