রাজকীয় স্বাদে গাজর সাবুদানা ক্ষীর
গাজর এবং সাবুদানার ক্ষীর একটি জনপ্রিয় এবং সুস্বাদু ডেজার্ট যা সহজেই বাড়িতে তৈরি করা যায়। এটি সাধারণত দুধ, গাজর, সাবুদানা, চিনি বা গুড় এবং এলাচ গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। কেউ চাইলে বাদাম বা জাফরানও যোগ করতে পারেন। ঝটপট রান্নার অনুষ্ঠান টিবিএস-কনকা লেটস কুকের আজ দেখবেন সিজন ২'র ২৫ তম পর্ব। রান্নার নতুন নতুন পর্ব আপনারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ইউটিউব ও ফেইসবুক পেইজে উপভোগ করতে পারবেন। এই পর্বের উপস্থাপনা করেছেন রুবাইয়া এশা, রন্ধনশিল্পী তাসনিয়া রহমান।