ইরানি হ্যাকারদের টার্গেট এখন ইসরায়েলের সিসি ক্যামেরা
ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত এখন কেবল ক্ষেপণাস্ত্র হামলা বা সামরিক কৌশলগত লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তা প্রবেশ করেছে এক অদৃশ্য কিন্তু মারাত্মক সাইবার যুদ্ধক্ষেত্রে। সাম্প্রতিক তথ্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে, ইরান ইসরায়েলের দুর্বল বেসরকারি সিসিটিভি ব্যবস্থা হ্যাক করে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; হামাস ও রাশিয়া অতীতে বিভিন্ন সংঘাতে একই কৌশল ব্যবহার করে মারাত্মক পরিণতি ডেকে এনেছে।
