নিউজ অব দ্য ডে, ০১ মে ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- শ্রমিকদের অবস্থা আগের মত রেখে নতুন বাংলাদেশ হবে না; মে দিবসে প্রধান উপদেষ্টা। বিএনপির শ্রমিক সমাবেশে মানুষের ঢল; মালিক শ্রমিক সুম্পর্ক চায় জামায়াত; কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে ড. মো: হযরত আলী; চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড এলাকায় পাহাড় ধসে দুই শিশুর মৃ*ত্যু; ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, 'জরুরি অবস্থা' ঘোষণা।