মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কী কথা হলো ভারত-পাকিস্তানের?
ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। দুই দেশই একরকমের যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে। উত্তেজনা প্রশমনে এর মধ্যেই জাতিসংঘের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রও দুই দেশেরে সঙ্গে কথা বলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন।