আন্ধারমানিক: বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের দুর্দশার গল্প শোনায় হাতে লেখা যে পত্রিকা
হাতে লেখা স্থানীয় ছোট পত্রিকা ‘আন্ধারমানিক’। পত্রিকাটির নামের অর্থ ‘অন্ধকারের রত্ন’, যা পাশের একটি নদীরও নাম। হাসান ও তার সহকর্মীরা এটি দুই মাস অন্তর তার বাড়ি থেকে প্রকাশ করেন।