যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় রিমোট–কন্ট্রোলড ল্যাবে অপ্রচলিত মাদক ‘কুশ’ চাষ, নারী সহযোগী ও কেয়ারটেকার আটক
তদন্তকারীরা জানান, ‘কুশ’ চাষ ও পাচারের এই নেটওয়ার্কটি ঢাকা থেকে পরিচালিত হলেও তদারকি করা হচ্ছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে।
তদন্তকারীরা জানান, ‘কুশ’ চাষ ও পাচারের এই নেটওয়ার্কটি ঢাকা থেকে পরিচালিত হলেও তদারকি করা হচ্ছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে।