বেশি আঘাত পাই যখন ওরা আমার পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলে: শহিদুল আলম

তিনি বলেন, ‘ইসরায়েলের হাতে আটক থাকা অবস্থায় আমিসহ অনেকেই অনশন করেছি। ইসরায়েলী বাহিনী আমাদের সব রেখে দিয়েছে, ওরা চোর, ছেঁচড়া চোর।’