'রাতারাতি রাষ্ট্রহীন': ৪২ হাজার কুয়েতির নাগরিকত্ব বাতিল করল কুয়েত সরকার

গত ডিসেম্বরে নাগরিকত্ব বাতিলের নতুন সংশোধনীতে বলা হয়েছে, নৈতিক দুর্নীতি বা অসততা অথবা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কার্যকলাপের ভিত্তিতে নাগরিকত্ব বাতিল করা যাবে।