‘আমি ২৫ বছর আগের চেয়েও চটপটে’—দাবির পর ফের মন্ত্রিসভার মিটিংয়ে এক ঘণ্টা ধরে ঝিমোলেন ট্রাম্প

বাইডেনকে ‘স্লিপি জো’ বলতেন, এখন নিজেই ক্যামেরার সামনে ঘুমে আচ্ছন্ন ট্রাম্প। অতীতে ট্রাম্প এমন আচরণকে অন্য কোনো প্রেসিডেন্টের ধৈর্যশক্তি ও কাজের উপযোগীতার অভাবের প্রমাণ হিসেবে সমালোচনা করতেন।