সেকালের আরেক ঢাকা

ঢাকায় বাইজিদের অভ্যুদয়ের আরেকটি বিশেষ কারণ ছিল সমকালীন বাবু সংস্কৃতি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে আঠারো শতকের শেষ ভাগে ঢাকায় এক নব্য ধনিক শ্রেণির উদ্ভব ঘটে। এই বিত্তশালীরা আখ্যায়িত হতে শুরু করেন ...