সুইডেনের এক শহর থেকে পুরো গির্জা তুলে নিয়ে বসানো হবে অন্য শহরে!

১৯১২ সালে নির্মিত কিরুনার লাল রঙের বিশাল কাঠের গির্জাটি ইতোমধ্যে বিশেষ ধরনের বিশাল রোলিং প্ল্যাটফর্মে তোলা হয়েছে।