পারাবতের ইঞ্জিন বিকল: সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারি ষ্টেশন মাষ্টার উত্তম কুমার দেব জানান, বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেনটিকে উদ্ধার করতে সিলেটগামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জে আসার পর ইঞ্জিন নিয়ে পারাবত ট্রেনকে ফেরত আনা হবে।