পুলিশের কার্যকারিতা নিয়ে আইজিপির ‘অসন্তুষ্টি’

তিনি স্বীকার করেন, ‘আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি। আপনারা বলতে পারেন, সেন্ট পার্সেন্ট সফল হইনি। মেবি আমরা ৫০ ভাগও সফল হয়তোবা হইনি। যে ধরনের বিস্তৃতি দেখা যাচ্ছে, তাতে করে আমাদেরকে উপায় খুঁজতে হবে।’